• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টেকনাফে প্রাইভেটকার ও  ইয়াবা সহ  চালক গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৪ পিএম;
টেকনাফে প্রাইভেটকার ও  ইয়াবা সহ  চালক গ্রেফতার
টেকনাফে প্রাইভেটকার ও  ইয়াবা সহ  চালক গ্রেফতার

দিদারুল আলম জিসান : কক্সবাজারের টেকনাফে ১৩ হাজার পিস ইয়াবা  সহ ১টি প্রাইভেট কার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. বেলাল উদ্দিন (২৪) নামে গাড়ি চালককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।.

 .

তিনি জানান, বৃস্পতিবার সকাল ৯টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টের একটি টহলদল শীলখালী অস্থায়ী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশি করার সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে চালকের স্বীকারোক্তিতে উক্ত প্রাইভেটকারের সামনের অংশের বাম পাশের চাকার মার্টগার্টের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও, অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।.

 .

আটককৃত গাড়ি চালক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাবনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. বেলাল উদ্দিন (২৪)। জব্দকৃত ইয়াবা এবং প্রাইভেটকারসহ আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ